• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজত ইসলামের নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ১৩:৩৬ অপরাহ্ণ
হেফাজত ইসলামের নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘জাতীয় মসজদি বায়তুল মোকাররমের ঘটনায় হেফাজতের যেসব নেতা গ্রেফতার হয়েছে, তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। তাকে রিমান্ডে নেওয়ার পর বাকি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’