• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ১৮:৪১ অপরাহ্ণ
সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ
প্রতিনিধি, তালতলী (বরগুনা): সারাদেশে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে।
ঠিক সেই সময় বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পাজরা ভাঙ্গা গ্রামের এক সংখ্যালঘু অসহায় হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি নিয়ে হয়রানি ও জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত হাজী ওসমান গনীর ছেলে প্রভাবশালী আঃ হাকিম গং বিরুদ্ধে।
জমি দখলে বাধা দেওয়ায় জমির মালিক মিলন চন্দ্র শিকদারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে জমি দখলকারীরা।
রবিবার (১৪ আগস্ট) সকাল ছয়টায় জমি দখলকারী আঃ হাকিম সহ প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ জমি দখলের চেষ্টা করে ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ শুরু করেন।
এসময় ভুক্তভোগী মিলন শিকদার তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে জমি দখল কারীরা পালিয়ে যায়।
মিলন সিকদার বলেন, ৪৪ নং বড়বগী মৌজার এসএ ৬৩৭ নং খতিয়ানের ৪৪৬৭,৪৪৮৮,৪৪৪৭,৪৪৪৮,৪৪৪৯ নং দাগ সহ মোট ২২ টি দাগের ৬ একর ৬৬ শতাংশ জমি জোর পূর্বক জবরদখলের চেষ্টা চালায় একই এলাকার প্রভাবশালী আ.হাকিম হাওলাদার ও তার সহযোগীরা।
আমাদের জমি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়ে দখল করার জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে তারা। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মিথ্যা মামলা দিয়ে আসছে।
এই গ্রামে আমরা দুই ভাই হিন্দু তাই তারা আমাদের সংখ্যায় কম দেখে আমাদের জমি দখলের চেষ্টা ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে যাতে জমি ছেড়ে আমরা চলে যাই।
ভুক্তভোগী খোকন শিকদার বলেন, ছোটবেলায় আমাদের বাবা মারা যাওয়ায় আমি ও আমার ভাই মিলন শিকদার উক্ত জমির ওয়ারিশ হই। আমরা ছোট থাকায় আঃ হাকিম গং আমাদের পৈত্রিক সম্পত্বি বর্গা চাষাবাদ করত।
পরবর্তীতে উক্ত জমিতে আমরা বসতবাড়ি নির্মাণ সহ চাষাবাদ করলে প্রতিপক্ষরা আমাদের জমি জোড়পূর্বক দখলে নিতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা সহ বিভিন্নভাবে হয়রানী করতে থাকে।
স্থানীয় একাধিক শালিস ব্যবস্থায় আমাদের পক্ষে রায় পেলেও প্রতিপক্ষ আঃ হাকিম গং প্রভাবশালী হওয়ায় আমাদেরকে হয়রানী করে আসছে।
একাধিক স্থানীয়রা বলেন, মিলন ও খোকন শিকদার এর পৈত্রিক সম্পত্তি জোরজবস্তি করে দখলের চেষ্টা করছে স্থানীয় হাকিম হাওলাদার।
দীর্ঘদিন ধরে মিলন ও খোকন এই জমি চাষাবাদ করেনি যার ফলে দীর্ঘ সময় হাকিম বর্গা চাষী চাষ করেছেন। এখন ভুয়া দলিল পত্র বানিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছেন।
তারা হিন্দু পরিবার সংখ্যায় কম এ কারণে তাদের উপর এই বর্বর নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।
অভিযোগ অস্বীকার করে হাকিম হাওলাদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করছি। এই জমি নিয়ে আদালতে মামলা চলে। এই জমি আমাদের।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি মিলন সিকদার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।