• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শোকের আলোচনা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ১৯:১০ অপরাহ্ণ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শোকের আলোচনা
মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ১৫ ই আগস্ট শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক দিবসের ওপরে প্রধান অতিথি হিসেবে শিক্ষনীয় কথা বলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল।
উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাদ  সুমন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা।
বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কামাল আহম্মেদ বিপ্লব, পৌর শাখা থেকে মৃত্যুঞ্জয় কর্মকার,
বাইশারী ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পলাশ, সৈয়দকাঠির সাইদুল ইসলাম রাজু, ইলুহারের মো. রাব্বি, সলিয়াবাকপুরের আল মামুন, বিশারকান্দির বিজয় ঘরামী প্রমূখ।