আরশাদ মামুন : লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লালমোহন থানার চৌকস অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান হয়েছে।
মাত্র ১৫ ঘন্টার ব্যবধানে চুরি হওয়া মালামালসহ চোর আটকের ঘটনায় ব্যবসায়ী সমিতি খুশি হয়ে ওসি মুরাদকে আনুষ্ঠানিক শুভেচ্ছা অভিনন্দন জানান।
রবিবার রাতে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা অভিনন্দন কালে ওসি মাকসুদুর রহমান মুরাদ, সকল প্রকার অপরাধ নিমূর্লে সকলের আন্তরিক সহযোগিতার ফলে দ্রুত সম্ভব হয়েছে বলে জানান। এসময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে পৌর শহরের সদর রোডে দোকানে চুরি সংঘটিত হয়। চুরির ঘটনার ১৫ ঘন্টার ব্যবধানে দক্ষ চৌকস অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে চুরি হওয়া মালামালসহ চোর আটক করে পুলিশ।