• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে বিয়েতে খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১৭:২০ অপরাহ্ণ
রাজশাহীতে বিয়েতে খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ রাজশাহীতে একটি বিয়েবাড়িতে খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডি গ্রামের মো. কিরণ নামের একজনের মেয়ের বিয়ে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

রাজশাহী নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিয়ে অনুষ্ঠানে খাবার ও বসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বহিরাগত আত্মীয়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষে আহতদের মধ্যে আবির হোসেন নামের একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।