মো. সুজন মোল্লা,বানারীপাড়া: “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমূক্ত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের এ রব ঈদগাহ কমপ্লেক্সের জলাভূমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের মাছের পোনা অবমূক্ত করেণ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি এ সময় বলেন, নিজেদের সাবলম্বী করে গড়ে তুলতে যুবকদের মাছ চাষে এগিয়ে আসতে হবে। মাছের পোনা অবমূক্ত করণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবআইকন নুরুল হুদা, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, কার্যকরি পরিষদের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা কৃষক লীগের আহকায়ক এমএ ওহাব।
সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা স্বোচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা ওসমান ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মু. মুনতাকির লস্কর কায়েস, সুমম রায় সুমন, সদস্য মশিউর রহমান সুমন, পৌর শাখা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মৎস্য অফিস সহকারী প্রসেনজিৎ বড়াল প্রমূখ।