• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যথাযথ মর্যাদায় বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ২২:১১ অপরাহ্ণ
যথাযথ মর্যাদায় বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, যুবলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, বশির আহমেদ মিয়া স্মৃতি সংসদ প্রমূখ সহ বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।