• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১৬:২২ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে শনিবার নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কলেজের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী। কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা,

উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, গভর্নিং বডির সভাপতি খাদিজা বেগম খুশবু, তোমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু,

কৃতি শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর মোঃ ফারুক হোসেন, আমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ইউসুফ আলী, নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তামান্না আক্তার মীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের কলেজের সহকারী অধ্যাপক মোহিত বড়াল ও প্রভাষক জাহাঙ্গীর হোসেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।