বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ভোলার লালমোহনে নারিকেলগাছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে মো. লাল মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। লাল মিয়া ওই এলাকার মীরবাড়ির মৃত হামিদ মীরের ছেলে।
স্থানীয় জানা গেছে, সকালে কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক বাড়িতে নারিকেলগাছ পরিষ্কার করতে উঠেন লাল মিয়া। এ সময় গাছের একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান তিনি।
পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দেয়নি।