• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১, ১৯:১৬ অপরাহ্ণ
ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ভোলা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

মঙ্গলবার ভোলা পৌরসভার উকিল পাড়ার (৭ নং ওয়ার্ড) জাকির মিয়ার গলি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি ইনজামামুল হক ওরফে ইনজু (২৫) পৌরসভার উকিল পাড়ার বাসিন্দা।

ভোলা জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির কাছ থেকে ১৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।