• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:২৪ অপরাহ্ণ
বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল:কুমিল্লা মনোহরগঞ্জে হিমাচল বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) মনোহরগঞ্জের নোয়াখালী সড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালকসহ সিএনজিতে মোট আরোহী ছিলেন সাতজন। দুর্ঘটনার সময় বাসের নিচে চলে সিএনজিটি। তাই তিনজনের মরদেহ উদ্ধার করা যায়নি।

আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে থাকা বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ দেখেছি। স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে একজন মারা গেছেন বলে শুনেছি।

তিনি আরও বলেন, আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর উদ্ধার কাজ শুরু হবে।