বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল জেলার বাকেরগঞ্জে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৪টি দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কলসকাঠি ইউনিয়নের নতুন বাজারে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
অভিযানে মেসার্স গাজী মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মেসার্স আয়েশা মেডিকেল হলকে এক হাজার ৫০০ টাকা, মেসার্স তানিশা মেডিকেল হলকে এক হাজার টাকা ও মজিবর মেডিকেল হলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কার্যালয়ের ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক অদিতি স্বর্ণা।
সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে ওষুধের দোকানগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ড্রাগ আইনে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।