• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে সাইবার ট্রাইবুনালে বি‍এনপি নেতা মেজর হাফিজের জামিন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১, ১৩:১০ অপরাহ্ণ
বরিশালে সাইবার ট্রাইবুনালে বি‍এনপি নেতা মেজর হাফিজের জামিন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ২০১৮ সা‌লে জাতীয় সংসদ নির্বাচনকা‌লে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. মোঃ হাফিজ উদ্দিন আহমেদ( বীর বিক্রম) কে জামিন দিয়েছেন ব‌রিশা‌লের সাইবার ট্রাইবুনাল।

আজ মঙ্গলবার সকাল সা‌রে ১১ টায় ব‌রিশা‌লের সাইবার ট্রাইবুনালের বিচার গোলাম ফারুক জা‌মি‌নের আ‌বেদন মঞ্জুর ক‌রেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মেজর অব. মোঃ হাফিজ উদ্দিন আহমেদ( বীর বিক্রম) এর আইনজী‌বি অ্যাড‌ভো‌কেট কাজী এনা‌য়েত হো‌সেন।

তার আইনজী‌বি আ‌রো ব‌লেন, রাষ্ট্র ও আসামীপ‌ক্ষের বক্তব্য শু‌নে এবং বয়‌সের বি‌বেচনায় আদাল‌তের বিচারক তার জা‌মিনের আ‌বেদন মঞ্জুর ক‌রেন।

মামলার এজাহা‌রে জানা‌গে‌ছে, ২০১৮ সা‌লের ২৮ ডি‌সেম্বর ভোলা জেলার লাল‌মোহন থানার বদরপুর ইউ‌নিয়‌নের আওয়ামীলীগ সভাপ‌তি ও ইউ‌পি চেয়াম্যান ফ‌রিদুল হক বাদী হ‌য়ে মোট ৭ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

মামলার বর্ণনায় তি‌নি ব‌লেন, মামলার ২ নম্বর আসামী একই এলাকার মোঃ বাবুল হাওলাদা‌রের সাথে মু‌ঠো‌ফো‌নে কথা ব‌লেন মেজর হা‌ফিজ।

ওই ফোনালা‌পে আপ‌ত্তিকর কথাবার্তা ছি‌লো, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডু‌লের চেষ্টা করা হয়ে‌ছে। বিষয়‌টি পরবর্তী‌তে গণমাধ্য‌মে প্রচার হয়। এ ঘটনার প্র‌তিকার চে‌য়ে ফ‌রিদুল হক প‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

সেই মামলা‌টি বর্তমা‌নে ব‌রিশা‌লের সাইবার ট্রাইব্যুনা‌লে বিচারাধীন র‌য়ে‌ছে।