শামীম আহমেদ : ৯ মাসের বকেয়া বেত পরিশোধ, ৮ ঘন্টা ডিউটি, শ্রম আইন অনুযায়ি মজুরী স্কেল প্রদানের ৬ দফা দাবী আদায়ের লক্ষে এক সংবাদ সম্মেলন করেছে বরিশাল সোনারগাঁও টেক্সটাইলস্ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
আজ (১৩ই) আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, বাসদ জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন।
সংবাদ সম্মেলনে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক গাজী মোঃ বেল্লাল হোসেনের সভাপতিতে এখানে আরো বক্তব্য মোঃ নুরুল হক হাওলাদার,মোঃ মাসুম গাজী,হারুন শরীফ ও মোঃ মোশারেফ হোসেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন,২০২০ সালের ২৭ই মার্চ থেকে ২১ সালের ২৩ই মার্চ পর্যন্ত বকেয়া বেতনের দাবীতে আন্দোল-সংগ্রাম ও সড়ক অবরোধের মত কর্মসূচি পালনকালে ২১সালে ২৪ই মার্চ জেলা প্রশাসনের প্রতিনিধি বরিশাল সদর নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান,কোতয়ালী থানার সহ-কারী পুলিশ কমিশনার,ওসি নুরুল ইসলামকল-কারখানা প্রতিষ্ঠানের উপ-মহাপরিদর্শক আরিফুজ্জামান, বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,আহবায়ক ইমরান হাবিব রুমন,সোনারগাঁও টেক্সটাইল মিলের কোম্পানি সচিব মনিরুল হোসেন ও ডি.জি.এম খায়রুল আলমের সাথে এক বৈঠকের মাধ্যমে এক আলোচনা সভা শেষে২১ সালের ২৫ মার্চ পুনরায় মিল চালু করা হয়।
সেসময় আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে ১ মাসের বকেয়া বেতন পরিশোধ,এবং খোলার মাসের শেষ সপ্তাহে আরো এক মাসের বেতন প্রদান করে।
পরবর্তীতে বকেয়া ৩ মাসের বেতন প্রর্যায়েক্রমে প্রতি মাসের বেতনের সাথে পরিশোধ করার অঙ্গিকার করা হলেও পরবর্তী গত ৪মাস অতিবাহিত হয়ে যাবার পরও তারা আর কোন বেতন পরিশোধ করে নাই।
তাই আগামী ১৭ই আগস্টের মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবী মানা না হলে ১৮ই আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।