• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১৬:২৪ অপরাহ্ণ
বরিশালে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ নিখোঁজের চারদিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে সোহেল খান নামের এক মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নদী সংলগ্ন কোস্টগার্ড টার্মিনালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার নাম সোহেল খান। তিনি ঝালকাঠির আমিরাবাদ ইউনিয়নের মগর গ্রামের মৃত জলিল খানের ছেলে। তিনি বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বাসায় ভাড়া থাকতেন।

বরিশাল সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন আল মাসুম জানান, কোস্টগার্ড টার্মিনালের পাশে কীর্তনখোলা নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সোহেল খান একটি ট্রলারের মাঝি ছিলেন।

তিনি আরও জানান, ১৩ ফেব্রুয়ারি বেলতলা খেয়াঘাট এলাকায় তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান সোহেল খান। উদ্ধারের খবর পেয়ে স্বজনরা থানায় এসেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।