• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে অবশেষে ভেঙে ফেলা হলো সেই পাকা ভবন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ২১:১৫ অপরাহ্ণ
বরিশালে অবশেষে ভেঙে ফেলা হলো সেই পাকা ভবন

শামীম আহমেদ ॥ “সরকারি সম্পত্তি দখল করে পাকা ভবন নির্মান” বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিলো। সেই সংবাদের জেরধরে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ভেঙে গুড়িয়ে দিয়েছে নির্মানাধীন পাকা ভবন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দর সংলগ্ন এলাকার।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, সরিকল বাজারের দক্ষিণ পাশের পালবাড়ি সংলগ্ন সরকারি খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ করছিলেন ওই এলাকার বাসিন্দা নাছির মোল্লা।

বিভিন্ন ঘণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনি বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন। কিন্ত ভূমি কর্মকর্তাদের বাঁধাকে উপেক্ষা করে সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছিলো দখলদার নাছির মোল্লা। ইউএনও আরো বলেন, অবশেষে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।