• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে সড়ক দখল করে চলছে ব্যবসা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৩:০০ অপরাহ্ণ
দুমকিতে সড়ক দখল করে চলছে ব্যবসা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীর দুমকিতে মহাসড়কের পাশের জায়গা দখল করে অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন তাদের ব্যবসায়িক কর্মকা- পরিচালনা করে আসছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। এছাড়াও প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। তবে যারা সড়ক দখল করে রেখেছেন তাদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।

 

সরেজমিন দেখা গেছে, পাগলা-বগা মহাসড়কের মাঝখানে বিভিন্ন মালবাহী ট্রাক থামিয়ে ঘন্টার পর ঘন্টা মালামাল উঠানামা করানো হয়। সড়কের পাশের জায়গা দখল করে গাছ ব্যবসায়ীদের লাকড়ি, ফরিয়াদের তুষ-কুড়া-ধান, ব্যবসায়ীদের রড-সিমেন্ট-ইট, ডিলারের গোডাউনে মালামাল, কাঠ ব্যবসায়ীদের কাঠ, সয়ামিলের উভয় পাশে বিক্রির উদ্দেশ্যে গাছ রাখা আছে। বিশ্ববিদ্যালয় এলাকা, নতুন বাজার, থানাব্রিজ, রাজাখালী, তালতলী, বোর্ড অফিস, এলাকার রাস্তার পাশের খালি জমি এখন খালি নেই।

 

জানা যায়, সড়ক ও জনপথের কোনো অনুমতি ছাড়াই স্থাণীয় ব্যবসায়ীরা সড়কের পাশে সরকারি জমি দখল করে দিনের পর দিন এসব ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. আতিকুল্লাহকে এ ব্যাপারে অবহিত করলে তিনি বলেন, দুমকি উপজেলার ইউএন’র সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

স্থাণীয় বাসিন্দাদের সাথে একমত পোষন করে রাকিব নামে এক পথচারী বলেন, অত্র এলাকায় ফুটপাত নেই বললেই চলে। এরপর রাস্তা উপরে এভাবে যদি ট্রাক, কাভার্ড ভ্যান রাখা হয়, তাহলে আমাদের হাটার জায়গা থাকে না। কয়েকজন অটোরিক্সা চালক বলেন, “রাস্তায় ধানের বস্তা, লাকড়ি এসব রাখায় ঝুঁকি নিয়ে অটোরিক্সা চালাতে হয়। এছাড়াও মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে।