• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১৬:১৮ অপরাহ্ণ
গৌরনদীতে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবী

শামীম আহমেদ ॥ হত্যাকান্ডের সাড়ে চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি নির্মম হত্যাকান্ডের শিকার বৃদ্ধা শুকুরন বেগম (৫৫) হত্যা মামলার মূল আসামীরা। ফলে নিহতের পরিবারের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের।

শনিবার দুপুরে নিহতের ছেলে লিটন তালুকদার অভিযোগ করে বলেন, গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় আমার মা শুকুরন বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় জুয়েল বেপারী, ভাড়াটিয়া সন্ত্রাসী নাসির কাজী, জিয়াসহ তাদের সহযোগীরা। ঘটনার পর আমি (লিটন) অসুস্থ থাকায় আমার মামাতো ভাই আবু হানিফ বয়াতী গত ২৯ সেপ্টেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সাড়ে চার মাস অতিবাহিত হলেও অদ্যবধি মামলার মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি আইন-শৃংখলা বাহিনী।

অভিযোগ করে তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িত মামলার এজাহার নামীয় একাধিক আসামীর নাম চার্জসিট থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আসামীদের পক্ষ নিয়ে একটি প্রভাবশালী মহল মামলা উত্তোলনের জন্য আমাদেরকে অব্যাহত ভাবে চাপ প্রয়োগ করে আসছে। বৃদ্ধা শুকুরন বেগমের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবী করেছেন নিহতের পরিবার।

সূত্রমতে, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী শুকুরন বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় জুয়েল বেপারী, ভাড়াটিয়া সন্ত্রাসী নাসির কাজী, জিয়া, ডায়মন্ড সহ তাদের সহযোগীরা। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা আবু হানিফ বয়াতী।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন জানান, ইতিমধ্যে এজাহার নামীয় কয়েকজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এখনো চার্জসিট প্রদান করা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে চার্জসিট প্রদান করা হবে।