• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে গরুর সাথে এ কেমন শত্রুতা!

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১৬:২০ অপরাহ্ণ
গৌরনদীতে গরুর সাথে এ কেমন শত্রুতা!

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে শনিবার সকালে বিষক্রিয়ায় পাঁচটি গরু মারা গেছে। এতে গরু মালিকের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও গরুর মালিক মোঃ রাজু খান বলেন, সকাল দশটার দিকে খামারের ছয়টি গরুকে খাবার দেই। পরবর্তীতে খামারের বাহিরে চাড়িতে খইল-ভূষি মিশিয়ে গরুগুলোকে পানি পান করাই। পানি পান করানোর পরপরই অসুস্থ হয়ে পাঁচটি গরু মারা গেছে। অন্য একটি গরু এখন পর্যন্ত জীবিত আছে। ধারনা করা হচ্ছে দূর্বত্তরা আগে থেকেই চাড়িতে (মাটির বড় গামলা) বিষ ছিটিয়ে রেখেছিলো। যার ফলে বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে। তিনি আরও বলেন, আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে। সে জন্য গরুর সাথে এ কেমন শত্রুতা। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।