• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১১: তালেবান

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ২১:৫২ অপরাহ্ণ
কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১১: তালেবান

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশু ও তালেবানের কয়েকজন রক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের এক কর্মকর্তা।

আফগানিস্তানের টোলো নিউজ জানায়, বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের একজন মুখপাত্র জানান, বোমা হামলায় বেশ কয়েকজন মার্কিন ও বেসামরিক মানুষ আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাজারো মানুষ আফগানিস্তানের বিমানবন্দরে থেকে দেশ ত্যাগ করার জন্য জড়ো হয়।

এ সময দুইটি বিস্ফোরণ হয় বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশপথ। যেখানে গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক আফগান শরণার্থীর আনাগোনা ছিলো।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আফগানিস্তানের পরিস্থিতির চরম অবনতি হয়েছে।