• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৩:১২ অপরাহ্ণ
কাউখালীতে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, করোনার টিকার ফ্রি রেজিষ্ট্রেশন, উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন, গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ, আবাসনে ফলদ বৃক্ষ রোপন ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর।
এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ওসি মোঃ বনি আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সমাজ সেবক আঃ লতিফ খসরুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ।