• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় গৃহকর্মী ধর্ষণের অভিযোগে মামলা, পলাতক গৃহকর্তা

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৭:৫৯ অপরাহ্ণ
কলাপাড়ায় গৃহকর্মী ধর্ষণের অভিযোগে মামলা, পলাতক গৃহকর্তা

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা পৌরসভার নাচনাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোঃ রফিক মৃধাকে (৪৫) আসামি করে কলাপাড়া থানায় রবিবার সকালে মামলা হয়েছে। কিশোরীর বাবা এ মামল করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, মা হারা ওই কিশোরী চার মাস আগে রফিক মৃধার বাসায় গৃহকর্মীর কাজ নেয়। ১০ আগস্ট মধ্যরাতে বাসার তিনতলার একটি কক্ষে আটকে কিশোরীকে ধর্ষণ করা হয় ।

পুলিশ শনিবার সন্ধ্যার পরে ভিকটিমকে উদ্ধার করেছে। তার ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।