• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ণ
একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা

মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহর পক্ষে প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাদিক আব্দুল্লাহ -ছবি: অপূর্ব বাড়ৈ/বিডিক্রাইম২৪

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

প্রথমে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুূলিশস সুপারকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

পুষ্পস্তবক অর্পণ করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, র‍্যাব-৮, সিআইডি বরিশাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।