আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
শনিবার দুপুর দেড়টার সময় পৌরসভার বঙ্গবন্ধু মুর্যাল চত্তরে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাউফল পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সহিদুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার , মাকসুদা আবেদীন জোসনা প্রমুখ।