• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাটামারা কুড়ালিয়া মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
বাটামারা কুড়ালিয়া মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী নিম্ববর্ণিত কাঠামোভূক্ত শূন্য ও সৃষ্ট পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে: পূর্বে আবেদনকারীগণের পুণরায় আবেদন করার প্রয়োজন নেই।


পদের নাম-অফিস সহকারী কাম-হিসাব সহকারী

পদের সংখ্য ও ধরন-০১ (এক) টি এমপিওভূক্ত পদ

জাতীয় বেতন স্কেল ও গ্রেড-৯৩০০-২২৪৯০/-গ্রেড- ১৬

শিক্ষাগত যোগ্যতা-শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা)/সমমানসহ ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।
সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা-অনূর্ধ্ব ৩৫ বছর সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য


পদের নাম-অফিস সহায়ক

পদের সংখ্য ও ধরন-০১ (এক) টি এমপিওভূক্ত পদ

জাতীয় বেতন স্কেল ও গ্রেড-৮২৫০-২০০১০/- গ্রেড-২০

শিক্ষাগত যোগ্যতা-জে.এস.সি/জে.ডি.সি/ সমমান

অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা-অনূর্ধ্ব ৩৫ বছর সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য


পদের নাম-পরিচ্ছন্নতা কর্মী

পদের সংখ্য ও ধরন-০১ (এক) টি এমপিওভূক্ত পদ

জাতীয় বেতন স্কেল ও গ্রেড-৮২৫০-২০০১০/- গ্রেড-২০

শিক্ষাগত যোগ্যতা-জে.এস.সি/জে.ডি.সি/ সমমান

অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা-অনূর্ধ্ব ৩৫ বছর সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য


পদের নাম-আয়া

পদের সংখ্য ও ধরন-০১ (এক) টি এমপিওভূক্ত পদ

জাতীয় বেতন স্কেল ও গ্রেড-৮২৫০-২০০১০/- গ্রেড-২০

শিক্ষাগত যোগ্যতা-জে.এস.সি/জে.ডি.সি/ সমমান

অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা-অনূর্ধ্ব ৩৫ বছর সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য


শর্তাবলী:

০১। আবেদনকারীকে আগামী ৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ বেলা ৫.০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষক বরাবর নিজ হস্তে স্বাক্ষরিত আবেদন দাখিল করতে হবে।
০২। আগ্রহী প্রার্থীদেরকে ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতা সনদ এবং ১ম ও সর্বশেষ এমপিও কপি (প্রযোজ্য ক্ষেত্রে) সংশ্লিষ্ট সার্টিফিকেট ও কাগজপত্রের ছায়ালিপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সহ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
০৩। অফিস সহকারী-কাম-হিসাব সহকারী ক্ষেত্রে ১০০০/- (এক হাজার) এবং বাকী ২ নং, ৩ নং, ৪ নং পদের ক্ষেত্রে- ৫০০/- টাকার (অফেরতযোগ্য) পেঅর্ডার/ব্যাংক ড্রাফট বাটামারা কুড়ালিয়া মানিকা মাধ্যমিক বিদ্যালয় (বিকেএম মাধ্যমিক বিদ্যালয়) শিরোনামে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
০৪। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫ । কোন প্রকার তদবির/সুপারিশ/টেলিফোন প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
০৬ । নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
০৭। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৮। অন্যান্য শর্তাবলী বিধি মোতাবেক প্রযোজ্য হবে।
০৯। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহন যোগ্য নয়।
১০। পরীক্ষায় অংশগ্রহন করার জন্য কোন প্রকার টিএ.ডিএ প্রদান করা হবে না।
১১। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করিতে পারিবেন না।