• ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তাপদাহে বেতাগীতে শ্রেণিকক্ষে ৪ শিক্ষার্থী জ্ঞান হারায়

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৪, ১৭:৫৪ অপরাহ্ণ
তাপদাহে বেতাগীতে শ্রেণিকক্ষে   ৪ শিক্ষার্থী জ্ঞান হারায়

স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগীতে প্রচন্ড গরমে আজ সোমবার শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ২ জন এবং কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয় ২ জন শিক্ষার্থীসহ উপজেলার ৪ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্ট বিদ্যালয়ে সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২ টায় তৃতীয় ঘন্টা চলাকালীন সময় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রহমাতুল্লাহ ও রোজি আত্তার, কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার ও সওদা আক্তার শ্রেণিকক্ষে জ্ঞান হারায়।

গুরুতর অসুস্থ রহমাতুল্লাহকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বলেন, অসুস্থ শিক্ষার্থী রহমাতুল্লাহকে শিক্ষকরা আন্তরিকতার সহিত তাকে প্রাথমিক সেবা প্রদান করে অভিভাবকের সহযোগিতায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থী দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসকসেবা চলছে।’