• ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বরিশালের সমাবেশ থেকে ফিরে গ্রেফতার হওয়া বিএনপি নেত্রী সুলতানা কারাগারে

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২, ১৭:২৫ অপরাহ্ণ
বরিশালের সমাবেশ থেকে ফিরে গ্রেফতার হওয়া বিএনপি নেত্রী সুলতানা কারাগারে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানা আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত বিভাগীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

গত ৬ নভেম্বর সুলতানার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেন তিনি।

মামলা দায়েরের পর রোববার সকালেই গুলশানের বাসা থেকে সুলতানা আহমেদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।