• ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

সড়কে পানি ছিটালেন এবং পান বিতরণ করলেন বেতাগী পৌর মেয়র

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪, ১৮:২১ অপরাহ্ণ
সড়কে পানি ছিটালেন  এবং পান বিতরণ করলেন বেতাগী পৌর মেয়র

স্বপন কুমার ঢালী, বেতাগী : দাবদাহে দুপুরে প্রচন্ড সূর্যের উত্তাপে সড়কগুলো খাঁ খাঁ করছে। সূর্যের প্রখর উত্তাপে রিকশা চালক ও শ্রমিক গরমে সমস্ত শরীর ভিজে কাজ করছেন। দুপুরে তাপদাহে জনসাধারণ যখন হাঁসফাঁস কাটছেন। ঠিক তখনই উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির একদল স্বেচ্ছাসেবক নিয়ে সড়কে পানি ছিটালেন এবং জনসাধারণকে পানি বিতরণ করলেন। একাজে সকলের প্রশাংসা কুঁড়ালেন পৌর মেয়র।

আজ দুপুরে বেতাগী পৌরসভার মেয়র জনসাধারণকে স্বস্থি দিতে শহরের সকল সড়কগুলোতে পানি ছিটিয়ে দিলেন। এরপর পথচারি, শ্রমিক এবং রিকশা চালকদের মধ্য পানি বিতরণ করলেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, শাহীনুর বেগম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির উদ্দিন ফকির, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফার রহমান ফিরোজ, ৭ নস্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার, সাংবাদিক শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কামাল হোসেন খান, ৩ নস্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মুসুল্লী, উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় কাউন্সিলরবৃণ্দ, ইলেকট্রোনিকস এবং প্রিন্ট মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এবিষয় পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন,’ তীব্র তাপদাহে জরসাধারণ অতিষ্ট হয়ে পড়েছেন। এই অবস্থায় জনসাধারণের স্বস্তি দিতে পৌরসভার সকল কর্মচারিরা প্রস্তুত রয়েছে।’