• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পৌর নির্বাচন: মেহেন্দিগঞ্জে প্রার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২১, ১৭:২৭ অপরাহ্ণ
পৌর নির্বাচন: মেহেন্দিগঞ্জে প্রার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দীকারী সকল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সভা করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। শনিবার সকালে মেহেন্দিগঞ্জ থানা কম্পাউন্ডে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যৌক্তিক অভিযোগ থাকলে করবেন, কিন্তু যেকোন হয়রানিমূলক অভিযোগ থেকে বিরত থাকবেন। এসময় পুলিশ সুপার মারুফ হোসেন সকল প্রার্থীদের কাছে ইতিবাচক ব্যবহার প্রত্যাশা করেন এবং পুলিশ সকল প্রার্থীদের সমানভাবে সহায়তা করবে বলে জানান। সভায় নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল হাই আল-হাদী এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট গৌতম বাড়ৈ, সহকারী পুলিশ সুপার মোঃ নাইমুল হক, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুকুমার রায়, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ সকল মেয়র এবং কাউন্সিলর প্রার্থী সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।