• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তাপদাহে তৃষ্ণার্তদের স্বস্তি দিতে কলেজ শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ

বিডিক্রাইম
প্রকাশিত মে ৩, ২০২৪, ২২:৩৪ অপরাহ্ণ
তাপদাহে তৃষ্ণার্তদের স্বস্তি দিতে কলেজ শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ

লালমোহন প্রতিনিধি : তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভোলা লালমোহন সহ পুরো বাংলাদেশ। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাজারে চলাচলকারী শ্রমজীবী এসকল মানুষকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছে লালমোহনের কিছু যুবক। সড়কের এপাশ থেকে ওপাশে লেবুর শরবত হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছে সাধারণ মানুষের কাছে। সকাল থেকে এমন দৃশ্যই দেখা মিলছে লালমোহন থানার মোর এলাকায়।

শরবত বিতরণ কালে হাজী মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর তরুণ প্রভাষক মেহেদী হাসান নিয়াজ বলেন অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি আর শরবত বিতরণ করে মানুষকে একটু স্বস্তি দেওয়া চেষ্টা করছি।আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে আজ প্রথমবারের মতো লালমোহন থানা এলাকার সড়কের পথচারী শিশু কিশোর,বৃদ্ধ, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক সহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছি।পথচারীরা শরবত খেয়ে স্বস্তি পেলে এতেই আমাদের খুশি। অসণীয় গরমে সামান্য পানি দিয়ে হলেও শ্রমজীবী মানুষের থাকার চেষ্টা করছি।