• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমতলীতে পানির দামে ফুটি বিক্রি

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১, ১৮:১৩ অপরাহ্ণ
আমতলীতে পানির দামে ফুটি বিক্রি

আমতলী প্রতিনিধি ॥ আমতলীতে লকডাউনের প্রভাবে আমতলী বাজারে পানির দামে ফুটি বিক্রি হয়েছে। ক্রেতা সংঙ্কটে পানির দামে ফুটি বিক্রি হচ্ছে। ফুটির দাম কমে যাওয়ায় বেশ লোকসান গুনতে হবে বলে জানান চাষীরা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর উপজেলায় ১০৫ হেক্টর জমিতে ফুটি (বাঙ্গি) চাষ হয়েছে। অনাবৃষ্টির মাঝেও ফুটির বাম্পার ফলন হয়েছে।

মৌসুম শুরুতে ভালো দামে বিক্রি করেছেন চাষিরা। কিন্তু লকডাউন শুরুর পর থেকে ফুটি বিক্রিতে ধস নামে।

বুধবার কঠোর লকডাউনের প্রথম দিনে পানির দামে ফুটি বিক্রি করছেন চাষিরা। প্রতি ৬০-৭০ টাকার ফুটি ১৫-২০ টাকায় বিক্রি করেছেন বলে জানান চাষী শাহাবুদ্দিন।

বুধবার আমতলী পৌর শহরের বাধঘাট চৌরাস্তায় ঘুরে দেখা গেছে, বাজারে তেমন ক্রেতা নেই। যারা আছেন তেমন ফুটি ক্রয় করছে না। বাধ্য হয়ে ব্যবসায়ী ও চাষীরা ডেকে ডেকে পানির দামে ফুটি বিক্রি করেছে।

চাষী হাসান ও মিলন বলেন, ভালোই ফলন হয়েছিল। শুরুতে ভালো দামে বিক্রি করেছি। কিন্তু লকডাউন শুরুর পর থেকে ফুটির তেমন দাম নেই। তারা আরো বলেন, বর্তমানে ৬০-৭০ টাকার ফুটি ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বেশ টাকা লোকসান গুনতে হবে।

ব্যবসায়ী উজ্জল হাওলাদার বলেন, লকডাউনের প্রভাবে বাজারে ক্রেতা নেই। ৫০ টাকার ফুটি ১৫ টাকায় বিক্রি করেছি।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, লকডাউনের কারনে ফুটির দাম কমে যেতে পারে। তিনি আরো বলেন এ বছর ফুটির বাম্পার ফলন হয়েছে।