• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মানবতার ফেরিওয়ালা বেতাগীর ইউপি সদস্য তাইজুল

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১৫:৪৫ অপরাহ্ণ
মানবতার ফেরিওয়ালা বেতাগীর ইউপি সদস্য তাইজুল

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ নিজের টাকা দিয়ে সেতু পুর্নসংস্কার, রাস্তা নির্মান, গরীব ও দু:স্থদের সাহায্য সহযোগিতা করে চলছেন ইউপি সদস্য। এছাড়া ইউপি সদস্যের মাসিক সম্মানীর টাকা ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করছেন। ভালো কাজে সম্পৃক্ত থেকে ইতো মধ্যে বরগুনার বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম।

জানা গেছে, সর্বশেষ গত ইউপি নির্বাচনে তাইজুল ইসলাম বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগে থেকেই তিনি তার বাসন্ডা, দক্ষিণ বেতাগী ও বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা সংস্কার ও মেরামত, করোনার সময় হ্যান্ড স্যানিটাইজার , সাবান ও মাস্ক বিতরণ করে সাধারণ মানুষের মধ্যে গ্রহনযোগ্যতা অর্জন করেন।

সরেজমিনে দেখা গেছে, শনিবার দুপুরে দক্ষিণ বেতাগীর ধোপা বাড়ি সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে শনিবার রাত থেকে তিনদিন পর্যন্ত কির্তন অনুষ্ঠান শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল তিন-চার হাজার ভক্তদের সমাগম হবে। ওই এলাকায় খালের উপর পুরোনো সেতুটি মানুষ ও যান চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ইউপি সদস্য তাইজুল ব্যাক্তিগত ব্যয়ে সেতুটি আট জন শ্রমিক নিয়ে মেরামত করছেন। মেরামতের কাজ দেখতে আসা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা চল্লিশোর্ধ হৃদয় দাসের সাথে। তিনি বলেন, ‘ ইউপি সদস্য তাইজুল ব্যক্তিগতভাবে এক লাখ টাকারও বেশি খরচ করে পুরোনো সেতুটি মেরামত করছেন।’

একটু পরেই কথা হয় সংশ্লিষ্ট এলাকার পঞ্চাশোর্ধ রমেশ দাস নামক আরেকজনের সাথে। তিনি বলেন,’ তাইজুল মেম্বর মোগো সব সময় বিপদে আপাদে পাশে পাই, মোগো সাহায্য সহযোগিতা করেন।’

এবিষয় ইউপি সদস্য তাইজুল বলেন,’ইউপি সদস্য হিসেবে প্রতি মাসের সম্মানীভাতা আট হাজার টাকা মসজিদ ও মন্দিরসহ এলাকা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করে থাকি।’

ইউপি সদস্য আরো বলেন,’ আমার দাদা প্রয়াত ফজলুল করিম হাওলাদার এই এলাকার পাঁচবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। জনগনের সেবার মধ্য আমার আর্শীবাদ পেয়ে থাকি।’

দক্ষিণ বেতাগীর বাসিন্দা অবসরপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টার আব্দুল হাই বলেন,’ মহামারি করোনার সময় ইউপি সদস্য তাইজুল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মানুষের মাঝে বিতরণ করছেন। এছাড়া মানুষের বিপদে আপাদে সাহায্য সহযোগিতা করছে।’