• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মী

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১, ১২:০৩ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক সংযোগের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতর এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯ টায় দুর্ঘটনার শিকার লাইনম্যান আমানুদ্দিনকে (২৭) নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দ্রæত ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক।

বিদ্যুৎস্পৃষ্ট আমানুদ্দিনের সহকর্মী হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, লাইনের রুটিন চেকআপের উদ্দেশ্যে রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে আমান। কিন্তু বৃষ্টির কারণে খুঁটি ও তার ভেজা থাকার কারনে বৈদ্যুতিক শকের শিকার হন তিনি।

এরপর প্রায় ২০ ফুট উঁচু খুঁটি থেকে ছিটকে পরে বিদ্যুৎস্পৃষ্ট আমান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, আমানের শরীরের প্রায় ৩০ শতাংশ অংশ পুড়ে গেছে। এই অবস্থায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন।

কিন্তু দীর্ঘদিন যাবৎ বরিশাল শেরে বাংলা হাসপাতালের বার্ন ইউনিট চিকিৎসক সংকটের মুখে ওই ইউনিট বন্ধ হয়ে রয়েছে। তাই দ্রæত রোগীকে ঢাকায় নিতে পরামর্শ দেয়া হয়েছে।