• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১, ২১:৫১ অপরাহ্ণ
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। এছাড়া পুলিশ যাতে সুষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।