• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ব্রীজ ভেঙ্গে সাঁকো নির্মাণ!

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৮:৪৮ অপরাহ্ণ
গৌরনদীতে ব্রীজ ভেঙ্গে সাঁকো নির্মাণ!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আটটি পরিবারের যাতায়াতের একমাত্র কাঠের ব্রিজ ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তড়িঘড়ি করে একটি বাঁশের সাঁকো নির্মান করে দেওয়া হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের।

সোমবার দুপুরে ওই গ্রামের হারুন হাওলাদার অভিযোগ করেন, তাদের বসতবাড়ির পাশে ব্যক্তি রেকর্ডিয় খালের উপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করে তারা আটটি পরিবার যাতায়াত করে আসছিলেন। শনিবার দিবাগত রাতে প্রতিপক্ষ জামাল ফকির ও তার সহযোগিরা ওই ব্রিজটি ভেঙ্গে ফেলেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর রোববার রাতে তড়িঘড়ি করে একটি বাঁশের সাকো নির্মাণ করে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে জামাল ফকিরের স্ত্রী মুকুল বেগম বলেন, হারুন হাওলাদারের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, কেবা কারা ব্রিজটি ভেঙ্গে ফেলেছে, সেই দায় আমাদের ওপর চাঁপানো হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দীন বলেন, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তিনি আরও বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।