• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ ভাঙ্গা সড়ক মেরামত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১, ১৬:১৯ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ ভাঙ্গা সড়ক মেরামত

শামীম আহমেদ : বরিশালের আগৈলঝাড়ায় আধা কিলোমিটার ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো স্থানীয় যুবক সমাজ।

জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে চেঙ্গুটিয়া বাজার থেকে চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ এবং যান চলাচলের অনুপযোগী ছিল।

আজ (১৯ই) আগস্ট বৃহস্পতিবার সকালে চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে ওই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে সড়কটির খানাখন্দের অসমাপ্ত কাজ গুলো করা হবে বলেও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন হাজী মোঃ মোহসীন হোসেন তালুকদার, সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান চঞ্চল, সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল, কাজল তালুকদার, আহাদ তালুকদার, ইয়াসিন তালুকদারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আতাউর রহমান চঞ্চল জানান, উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের অভাবে জরাজীর্ন অবস্থায় পরে ছিল।

দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় লোকজনের চলাচলে দুর্ভোগের অন্ত ছিল না। সড়কটি সংস্কারে উপজেলা এলজিইডির কোন তদারকি লক্ষ্য করা যায়নি।

সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল জানান, সড়কটি দিয়ে যাতায়াতে জনসাধারনের ভোগান্তি যখন চরমে তখনই চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করে স্থানীয়দের দুর্ভোগ দূর করা হয়।

এব্যাপারে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে সড়ক সংস্কারে তাদের স্বাগত জানাই।

তারা মহৎ একটি কাজ করেছে, যে কাজ করার কথা ছিল জনপ্রতিনিধিদের। ভবিষ্যতে সড়কটির উন্নয়ন কাজে সহযোগিতা করা হবে।