• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বরিশালে ঔষধ ফার্মেসীতে প্রশাসনের অভিযান

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১১, ২০২০, ১৭:২৮ অপরাহ্ণ
বরিশালে ঔষধ ফার্মেসীতে প্রশাসনের অভিযান

 

শামীম আহমেদ॥ ফার্মেসীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল রাখার দায়ে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হল নামের দুইটি ফার্মেসী থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল জব্দ করা হয়। এঘটনায় ফার্মেসী মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়াও জব্দকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধগুলোকে ধ্বংশ করা হয়। অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নেশা জাতীয় ঔষধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসী থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ঔষধ জব্দ করেছে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সদস্যরা।

 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল ঔষধ তত্বাবধায়ক অদিতি স্বর্না, মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্যারা।