• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজতের ইসলামের আমির বাবুনগরীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১, ১৪:০৫ অপরাহ্ণ
হেফাজতের ইসলামের আমির বাবুনগরীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়েছে।

দলটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএসসিআর নামে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবুনগরীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।

এর আগে দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মীর ইদ্রিস বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবুনগরী অসুস্থ হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেয়া হয়।’

বাবুনগরী হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

এর আগে ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নেন বাবুনগরী।

টিকা নেয়ার পর তিনি বলেন, ‘টিকাকে হারাম বা নাজায়েজ বলা যাবে না… শরিয়তের দৃষ্টিতে হারাম বা নাজায়েজ বলা যাবে না। চিকিৎসা জায়েজ। চিকিৎসাবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়েছি। কোনো সমস্যা হয়নি।’