• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সৈকতে আবারো মৃত ডলফিন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১, ১৬:০৭ অপরাহ্ণ
সৈকতে আবারো মৃত ডলফিন

বিডি ক্রািইম ডেস্ক, বরিশাল: কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে জোয়ারের পানিতে আবারও ভেসে আসছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার প‚র্বে গঙ্গামতি সৈকতে মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির লোকদের খবর দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, মাছটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন প‚র্বে তার মৃত হয়েছে। মাছটির গায়ে জালে আটকানো দাগ দেখা যাচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে এ নিয়ে ১৮টি মৃত্যু ডলফিন ভেসে এসেছে। চলতি মাসের ২ তারিখে ১২ ফুটের তারপর আজকেও একটি মৃত ডলফিন আসছে ৬ ফুট লম্বা । ডলফিনের এমন মৃত্যুতে আমরা উদ্বিগ্ন।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা উপক‚লীয় বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, আমি ইতোমধ্যে মৃত ডলফিনটির খবর পেয়েছি সাথে সাথে গঙ্গামতি রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলে সেটিকে সংরক্ষণ করেতে বলেছি।