• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল শেবাচিমে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ​৩.৫৮ ভাগ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ১২:১৩ অপরাহ্ণ
বরিশাল শেবাচিমে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ​৩.৫৮ ভাগ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৩ জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে রেকর্ড সর্বনিম্ন ৩.৫৮ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন রোগী।

বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১ জন রোগীর। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৩ জন রোগী।

এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.৫৮ ভাগ।

এর আগের দিন বুধবার শনাক্তের হার ছিলো ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ, রবিবার ৫ ভাগ, শনিবার ১৫.৬০ ভাগ এবং গত শুক্রবার ৯.৫৮ ভাগ করোনা শনাক্ত হয়।

গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়