• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ১৯:৩৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে নৌপুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

অভিযানের সংবাদ পেয়ে দোকান ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে আত্মগোপনে চলে যান।

এসময় বাজার কমিটির লোকজনকে সাথে নিয়ে দোকানের তালা খুলে তল­াশি চালিয়ে অনুমান ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করে নৌপুলিশ।

এবিষয়ে নৌপুলিশ ইউনিটের ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ব্যবসায়ী শ্যামল দাস, নির্মল দাস, অমল দাস ও রাজন আইচের সুতার দোকান থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশ মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।