• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ২০:২৮ অপরাহ্ণ
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ কাকচিড়া টু বাইনচটকী ফেরিঘাট রাস্তার মাঝামাঝি স্থানে বিকাল ৪ টার সময় সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। জানা গেছে ইট টানা গাড়ীর ধাক্কায় অটোরিকশার যাত্রী হাসান নিহত হয় ।

এ ঘটনায় অপর এক জন অটো যাত্রী বেলাল আহত হয়েছে। আহত ব্যক্তি পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের শ্যালক বেলাল হোসেন তাকে কাকচিড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি জানান শাহআলম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন যে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।