• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে শত মানুষকে খাদ্য সহায়তা প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ১৭:৫০ অপরাহ্ণ
পটুয়াখালীতে শত মানুষকে খাদ্য সহায়তা প্রদান

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: পটুয়াখালীতে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি এর যৌথ সহযোগীতায় নিম্মশ্রেনীর মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

করোনা মহামারীর এই সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় গরিবসহ সকল নিম্নশ্রেণীর মানুষদের মাঝে ২০ সেপ্টেম্বর(সোমবার) পটুয়াখালী সদর উপজেলার তুষখালী গ্রামে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

সুবিধাভোগীরা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষেরা আর্থিক ঝুঁকিতে পড়েছে সবচেয়ে বেশি। তাদের জন্য খাবারের সামগ্রী ব্যবস্থা করা এক নিত্যদিনের লড়াই।

সমাজের এই নিম্নশ্রেণীর ও অসহায় মানুষের কল্যাণে সর্বদা পাশে দাঁড়িয়েছে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি ফাইন্যান্স।

তাই আমাল ফাউন্ডেশন ও আইপিডিসি মানবতা ডিপোজিট এর যৌথ প্রযোজনায় সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেছেন।

স্বেচ্ছাসেবক কে.এম.জাহিদ হাসান বলেন, আমরা গ্রামের অসহায় দরিদ্র মানুষদের নিয়ে কাজ করছি। এরই অংশবিশেষ আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি এর সহযোগীতায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।