• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ২১:১১ অপরাহ্ণ
নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে জি.এম খান শপিং কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এস্কেন্দার আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক ডা. ইউসুফ আলী তালুকদার, সাবেক পৌর প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।