• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলার নবগঠিত কমিটির অনুমোদন 

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ১৬:৪৮ অপরাহ্ণ
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলার নবগঠিত কমিটির অনুমোদন 
পিরোজপুর প্রতিনিধি : জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন নিবন্ধন নং এস-১২১৯৯ পিরোজপুর জেলা শাখার কাউখালী উপজেলার নবগঠিত কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শুক্রবার সকালে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সম্পাদক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাউখালীর উপজেলা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এর কমিটির বিষয়টি সাংবাদিকদের জানান।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখায় নবগঠিত কমিটিতে আসীম কুমার দাস কে সভাপতি ও মোঃ আসাদুজ্জামান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্যি কমিটির অনুমোদন দেয়া হয়। জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখার নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক ও দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার হালদার নির্বাচন করা হয়েছে।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি নাজমুল হুদা মিথুন জানান, শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে পিরোজপুর জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখায় নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও শিক্ষার গুনগত মান নিশ্চিতকরন এবং শিক্ষকদের ঐক্যবদ্ধ করে জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালনের লক্ষেই জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলার কমিটির অনুমোদন দেয়া হয়েছে।