• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরে পেতে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১, ২০:৩৬ অপরাহ্ণ
গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরে পেতে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরে পেতে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে মানববন্ধন করেছে গুম হয়ে যাওয় ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

আজ সোমবার সকালে শহরের টাউন ক্লাব শহরে পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারীর এলাকার মাওলানা আব্দুল হালিমের পুত্র ২০১২ সালের ০৪ ফেব্রুয়ারী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস বাস যোগে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাভারের নবীনগর এলাকা হতে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যায়।

পরবর্তিতে অনেক খোঁজা-খুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের কোন সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা।

বক্তারা এ সময় আরো বলেন, অধিকার নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ৬০৩ জন গুম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস সহ অন্য গুম ব্যাক্তিদের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তাদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের বাবা মাওলানা আব্দুল হালিম, পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্সের সদস্য আব্দুল হাই, মুকাদ্দাসের ভাই মোর্কারম হোসাইন জারীর সহ পরিবারের সদস্যরা।