• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ৩৮০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ২০:৪৫ অপরাহ্ণ
কলাপাড়ায় ৩৮০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ আলম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প।

শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফিরোজকে ইয়াবাসহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে উপজেলার ধুলাসর ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র।

এছাড়া শনিবার ভোর রাতে মৎস্য বন্দর মহিপুর বাজার থেকে ৩২ পিস ইয়াবাসহ সোহেল ও নিজাম নামের দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।