• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওমরাহ করতে বাংলাদেশিরাও সৌদি যেতে পারবেন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ১৬:৩৫ অপরাহ্ণ
ওমরাহ করতে বাংলাদেশিরাও সৌদি যেতে পারবেন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বাংলাদেশিরাও এখন থেকে ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন।

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সৌদি সরকারের অনুমতি পেয়ে ওমরাহ কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এসব শর্ত প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আনোয়ার হোসাইন জানান, বুধবার থেকেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবের দুয়ার খুলেছে বিশ্ববাসীর জন্য। তবে আজ থেকেই তো কেউ ওমরাহ পালন করতে যেতে পারছেন না, প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।

কোভিড-১৯ মহামারির কারণে প্রায় দেড় বছর ওমরাহ পালনে বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব। সম্প্রতি টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ উন্মুক্ত করছে সৌদি আরব।

এর ফলে এখন থেকে ওমরাহর জন্য ভিসার আবেদনকারীদের অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদও জমা দিতে হবে।

আনোয়ার হোসাইন বলেন, যিনি ওমরাহ পালন করতে যাবেন, তাকে অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে এবং বয়স ১৮ বা এর বেশি হতে হবে।