আমতলী প্রতিনিধি ॥ আমতলীতে পুষ্পমাল্য অর্পন, প্রভাতফেরি, আলোচনাসভা ও শিশুদের রচনা প্রতিযোগিতার আয়োজনের মধ্যে দিয়ে সহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাতের প্রথম প্রহরে আমতলী সরকারী কলেজের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পনের মাধমে কর্মসূচীর শুরু হয়। রাত ১২টা ১মিনিটে প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এর পর একেএকে পুষ্পমাল্য অর্পন করে আমতলী উপজেলা পরিষদের পক্ষে আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে পুষ্পমাল্য অর্পন করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমতলী থানা পুলিশ, আমতলী পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন পৌরমেয়র মো. মতিয়ার রহমান, এর পর আওয়ামীলীগ আমতলী উপজেলা শাখা, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ, আমতলী সরকারী কলেজ, বকুল নেছা কলেজ, কৃষি রডিও, ফায়ার সার্ভিস,আইনজীবী সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সরকারী ্একহাইস্কুল, আমতলী এমইউ বালক ও আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,আঁচল আইডিয়াল ইন্টার ন্যাশনাল স্কুল, যুব রেডক্রিসেন্ট, সাউথ বাংলা আইডিয়াল হাইস্কুল, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারী সংগঠন এনএসএস ও ওয়াল্ড ভিশন প্রমুখ।
সকাল ৭টায় আমতলী উপজেলা পরিষদের সামনে থেকে এক প্রভাত ফেরি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আমতলী উজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজমুল, পিআইও মো. জামাল হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম প্রমুখ। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।