• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে দুর্যোগ সহনীয় ঘর বিতরনের উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১, ১৬:০২ অপরাহ্ণ
আমতলীতে দুর্যোগ সহনীয় ঘর বিতরনের উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে রবিবার দুপুর সাড়ে ১২ টায় দুর্যোগ সহনীয় ৪টি ঘর বিতরনের উদ্বোধন করা হয়েছে।

বেসরকারী সংগঠন এনএসএস ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় হত দরিদ্র ৪টি পরিবারেকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে নির্মিত এ ঘর প্রদান করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওছার হোসেন ফিতা কেটে ঘর বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে ঘর বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বরিশাল ক্লাষ্টারের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, আমতলী এপি ম্যানেজার উত্তম দাস, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাবের সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মো. জয়নুল আবেদীন ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক কাজী হোসাইন আলী, এনএসএসএর পরিচালক মো. জহিরুল ইসলাম ও প্রজেক্ট ম্যানেজার মো. তানজিরুল ইসলাম প্রমুখ।